আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “কবি মতিউর রহমান মল্লিক কে নিয়ে গানঃ প্রিয় মল্লিক” এর লিরিক্স দেওয়া হলো।
কবি মতিউর রহমান মল্লিক কে নিয়ে গানঃ প্রিয় মল্লিক - ইসলামী সঙ্গীত লিরিক্স
প্রিয় মল্লিক
প্রিয় মোদের সবার
প্রিয় যেন হোন তিনি মহান আল্লাহর ।।
হৃদয় ছিল তাঁর উদার আকাশ
জান্নাতি মেশক মুখে ছড়াত সুবাস
গানের পাখি ছিল সুরের সাকি
সুরের আকাশে তিনি সেরা রাহবার ।।
গানের পাখি সে যে ভাঙ্গালো সকলের ঘুম
সুরের পরশে তাঁর আলোর নহর ঝরে
কেটে গেল অমানিশা রাত্রী নিঝুম।।
অথৈ সাগর পাড়ি দিয়েছ একা
প্রিয় মোদের সবার
প্রিয় যেন হোন তিনি মহান আল্লাহর ।।
হৃদয় ছিল তাঁর উদার আকাশ
জান্নাতি মেশক মুখে ছড়াত সুবাস
গানের পাখি ছিল সুরের সাকি
সুরের আকাশে তিনি সেরা রাহবার ।।
গানের পাখি সে যে ভাঙ্গালো সকলের ঘুম
সুরের পরশে তাঁর আলোর নহর ঝরে
কেটে গেল অমানিশা রাত্রী নিঝুম।।
অথৈ সাগর পাড়ি দিয়েছ একা
বিশ্বাসী প্রাণে কভূ লাগেনি ধোকা
চাওয়া পাওয়া সব তুচ্ছ করে
হৃদয়ে বুনেছো সদা স্বপ্ন কাবার ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
চাওয়া পাওয়া সব তুচ্ছ করে
হৃদয়ে বুনেছো সদা স্বপ্ন কাবার ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “কবি মতিউর রহমান মল্লিক কে নিয়ে গানঃ প্রিয় মল্লিক” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স