আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “হে নবী মুস্তাফা” এর লিরিক্স দেওয়া হলো।
হে নবী মুস্তাফা - ইসলামী সঙ্গীত লিরিক্স
হে নবী মুস্তাফা আরব রবি
তুমি নিখিল বিশ্বের ধ্যানের ছবি।।
তুমি ঈসার মো'জেজা ত্যাগ খলীলের
তুমি আইয়ুবের ধৈর্য ও সাহস মূসার
তুমি অসীম অনন্ত গুনের আধার
তব মহিমা গাহিতে অক্ষম কবি।।
তুমি শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তায়ালার
তুমি প্রতীক দান, ক্ষমা প্রেম করুণার
তুমি বিশ্বের শ্রেষ্ঠ ও মহান বীর
চির নির্ভীক, দুর্জয় উন্নত শির
তুমি রাহবের পন্থের সত্য সঠিক
তুমি শান্তি ও মুক্তির মূর্ত প্রতীক
তুমি সত্যের, ন্যায়ের বার্তাবাহক
তুমি সাম্যের, মৈত্রির মহাচালক
তুমি কল্যান- মঙ্গল পথ- দিশারী
তুমি ইনসাফ, হকের ঝান্ডাধারী
তুমি কান্ডারী মজলুম, আর্তগণের
চির লাঞ্চিত, বঞ্চিত, দুস্থ জনের
তুমি সভ্যতা- জ্ঞানের দীপ্ত রবি।।
তুমি ওয়াসয়ায়ে হাসানা মানব কুলের
তুমি সরদার বিশ্বের রাসুলগণের
তুমি পিয়ারা হাবীব আল্লাহ'তালার
তুমি মহান অতিথি আরশে আলার
তুমি ভান্ডারী বিশ্বের কুল জ্ঞানের
তুমি কান্ডারী কঠিন রোজ হাশরের
তুমি দানিবে মাহশারে কাওসার জাম
জপে হুরী মালায়িক তোমার নাম
রূহুল তোমার কিছু চায় নাক আর
চায় শুধু ঠাঁই পাক কদমে তোমার
কর মঞ্জুর এ মিনতি, বিশ্ব- নবী।।
- মুহাম্মদ রূহুল আমীন খান-
তুমি নিখিল বিশ্বের ধ্যানের ছবি।।
তুমি ঈসার মো'জেজা ত্যাগ খলীলের
তুমি আইয়ুবের ধৈর্য ও সাহস মূসার
তুমি অসীম অনন্ত গুনের আধার
তব মহিমা গাহিতে অক্ষম কবি।।
তুমি শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তায়ালার
তুমি প্রতীক দান, ক্ষমা প্রেম করুণার
তুমি বিশ্বের শ্রেষ্ঠ ও মহান বীর
চির নির্ভীক, দুর্জয় উন্নত শির
তুমি রাহবের পন্থের সত্য সঠিক
তুমি শান্তি ও মুক্তির মূর্ত প্রতীক
তুমি সত্যের, ন্যায়ের বার্তাবাহক
তুমি সাম্যের, মৈত্রির মহাচালক
তুমি কল্যান- মঙ্গল পথ- দিশারী
তুমি ইনসাফ, হকের ঝান্ডাধারী
তুমি কান্ডারী মজলুম, আর্তগণের
চির লাঞ্চিত, বঞ্চিত, দুস্থ জনের
তুমি সভ্যতা- জ্ঞানের দীপ্ত রবি।।
তুমি ওয়াসয়ায়ে হাসানা মানব কুলের
তুমি সরদার বিশ্বের রাসুলগণের
তুমি পিয়ারা হাবীব আল্লাহ'তালার
তুমি মহান অতিথি আরশে আলার
তুমি ভান্ডারী বিশ্বের কুল জ্ঞানের
তুমি কান্ডারী কঠিন রোজ হাশরের
তুমি দানিবে মাহশারে কাওসার জাম
জপে হুরী মালায়িক তোমার নাম
রূহুল তোমার কিছু চায় নাক আর
চায় শুধু ঠাঁই পাক কদমে তোমার
কর মঞ্জুর এ মিনতি, বিশ্ব- নবী।।
- মুহাম্মদ রূহুল আমীন খান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “হে নবী মুস্তাফা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স