আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “দ্বীনের নবীর ভালবাসা” এর লিরিক্স দেওয়া হলো।
দ্বীনের নবীর ভালবাসা - ইসলামী সঙ্গীত লিরিক্স
দ্বিনের নবীর ভালবাসা
পেতে যদি চাও
মনে প্রানে শরিয়তের
পথিক হয়ে যাও।।
শরিয়ত ভাই গাছের গোড়া
আগা মিছা গোড়া ছাড়া,
সিরাতুল মুস্তাকিম ধরো
ত্বরিক জেনে নাও।।
রাসুল- পন্থী না হলে ভাই
নাজাত পাওয়ার আশাতো নাই,
হাদিস কোরান মেনে চলো
হালাল রুজি খাও।।
পেতে যদি চাও
মনে প্রানে শরিয়তের
পথিক হয়ে যাও।।
শরিয়ত ভাই গাছের গোড়া
আগা মিছা গোড়া ছাড়া,
সিরাতুল মুস্তাকিম ধরো
ত্বরিক জেনে নাও।।
রাসুল- পন্থী না হলে ভাই
নাজাত পাওয়ার আশাতো নাই,
হাদিস কোরান মেনে চলো
হালাল রুজি খাও।।
-আব্দুল হাই আল হাদী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “দ্বীনের নবীর ভালবাসা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স