আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে” এর লিরিক্স দেওয়া হলো।
পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে - ইসলামী সঙ্গীত লিরিক্স
পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে
জোছনারা লুটোপুটি খায়
মধুময় এই রাতে কামিনীর সুরভীতে
মন শুধু তোমাকেই চায় (প্রভু )
অগনন তারা জ্বলে মিটিমিটি আঁধারে
তোমার প্রেমের গান শুনি আমি ঈথারে
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় ( প্রভু )
সিজদায় নতজানু আমার এই মন
তোমারই রহম যেন পাই সারাক্ষন
তটিনির বাঁকে বাঁকে সারি সারি কামিনী
জোনাকির মিছিলে মুখরিত যামিনি
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় (প্রভু)।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
জোছনারা লুটোপুটি খায়
মধুময় এই রাতে কামিনীর সুরভীতে
মন শুধু তোমাকেই চায় (প্রভু )
অগনন তারা জ্বলে মিটিমিটি আঁধারে
তোমার প্রেমের গান শুনি আমি ঈথারে
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় ( প্রভু )
সিজদায় নতজানু আমার এই মন
তোমারই রহম যেন পাই সারাক্ষন
তটিনির বাঁকে বাঁকে সারি সারি কামিনী
জোনাকির মিছিলে মুখরিত যামিনি
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় (প্রভু)।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স