আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “শরতের কোমলতা দেখেছ ঘাতক” এর লিরিক্স দেওয়া হলো।
শরতের কোমলতা দেখেছ ঘাতক - ইসলামী সঙ্গীত লিরিক্স
শরতের কোমলতা দেখেছ ঘাতক
চৈত্রের দাবদাহ দেখনি
শিকলে বাঁধা বাঘ দেখেছ তুমি
হিংস্র নখর তার দেখনি।।
বুক ভেঙ্গে বারবার ভেবেছ
এ'বুকে বুঝি নেই কোন প্রতিরোধ
আর ঘরভেঙ্গে কড়কুটো করেছো
তবুও বুঝি নেয়নি নেয়নি তারা প্রতিশোধ
তাগুতের বিষদাঁত ভাংবে ওরা (জেনে)
শপথের দৃঢ়তা দেখনি।।
যাতনার বিষ ঢেলে ভেবেছো
মরে গ্যাছে ভোরেরই পাখীরা
আর বারুদের গোলা ছুঁড়ে দেকেহছো
তো থামেনি থামেনিতো সত্যের সাথীরা
চলছে চলবে ওরা নির্ভয়ে সমুখে
শাহাদাত কামনা দেখনি।।
-এম শামসুজ্জামান-
চৈত্রের দাবদাহ দেখনি
শিকলে বাঁধা বাঘ দেখেছ তুমি
হিংস্র নখর তার দেখনি।।
বুক ভেঙ্গে বারবার ভেবেছ
এ'বুকে বুঝি নেই কোন প্রতিরোধ
আর ঘরভেঙ্গে কড়কুটো করেছো
তবুও বুঝি নেয়নি নেয়নি তারা প্রতিশোধ
তাগুতের বিষদাঁত ভাংবে ওরা (জেনে)
শপথের দৃঢ়তা দেখনি।।
যাতনার বিষ ঢেলে ভেবেছো
মরে গ্যাছে ভোরেরই পাখীরা
আর বারুদের গোলা ছুঁড়ে দেকেহছো
তো থামেনি থামেনিতো সত্যের সাথীরা
চলছে চলবে ওরা নির্ভয়ে সমুখে
শাহাদাত কামনা দেখনি।।
-এম শামসুজ্জামান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “শরতের কোমলতা দেখেছ ঘাতক” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স