আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বলতে শুনি নাম মুখে মুখে” এর লিরিক্স দেওয়া হলো।
বলতে শুনি নাম মুখে মুখে - ইসলামী সঙ্গীত লিরিক্স
বলতে শুনি নাম মুখে মুখে
যে নাম খোদার আরশ পাকে
সেই নবীজির নাম লক্ষ্য কোটি বুকে বুকে।।
যে নাম জ্বলে স্মৃতির পাতায়
যে নাম দোলে রক্ত কণায়
সেই নামের ওছিলায়
আমরা এলাম ধরার বুকে।।
যে নাম জপে পাপীর হৃদয়
হয়েছে পূণ্যময়
যে নাম জানায় আমার প্রভুর
ভুলে যাওয়া পরিচয়
যে নাম ভাঙ্গে ভোগের দেয়াল
যে নাম জ্বালে ত্যাগের মশাল
সেই ত্যাগের সুষমায়
গড়বো মোদের জীবনটাকে।।
যে নাম খোদার আরশ পাকে
সেই নবীজির নাম লক্ষ্য কোটি বুকে বুকে।।
যে নাম জ্বলে স্মৃতির পাতায়
যে নাম দোলে রক্ত কণায়
সেই নামের ওছিলায়
আমরা এলাম ধরার বুকে।।
যে নাম জপে পাপীর হৃদয়
হয়েছে পূণ্যময়
যে নাম জানায় আমার প্রভুর
ভুলে যাওয়া পরিচয়
যে নাম ভাঙ্গে ভোগের দেয়াল
যে নাম জ্বালে ত্যাগের মশাল
সেই ত্যাগের সুষমায়
গড়বো মোদের জীবনটাকে।।
- তোফাজ্জল হোসাইন খান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বলতে শুনি নাম মুখে মুখে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স