আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “হয়ে খোদার প্রতিনিধি” এর লিরিক্স দেওয়া হলো।
হয়ে খোদার প্রতিনিধি - ইসলামী সঙ্গীত লিরিক্স
হয়ে খোদার প্রতিনিধি
হলেন মোহাম্মদ
দীপ্ত আলোর ঝলক তিনি
নিখিল প্রেমাস্পদ।।
বিশ্ব যখন পংকিলতায়
ছিল নিমজ্জিত
মজলুমেরই আর্তনাদে
ছিল প্রকম্পিত,
কোরান হাতে এলেন তিনি
দেখাতে সুপথ।।
নূরের নবী এই ধরণীর
অতুল সম্পদ
মকলুকাতের সেরা যিনি
তিনিই মোহাম্মদ
তারই জন্যে সৃষ্টি হলো
জাহানে তাবত।।
হলেন মোহাম্মদ
দীপ্ত আলোর ঝলক তিনি
নিখিল প্রেমাস্পদ।।
বিশ্ব যখন পংকিলতায়
ছিল নিমজ্জিত
মজলুমেরই আর্তনাদে
ছিল প্রকম্পিত,
কোরান হাতে এলেন তিনি
দেখাতে সুপথ।।
নূরের নবী এই ধরণীর
অতুল সম্পদ
মকলুকাতের সেরা যিনি
তিনিই মোহাম্মদ
তারই জন্যে সৃষ্টি হলো
জাহানে তাবত।।
-আব্দুল হাই আল হাদী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “হয়ে খোদার প্রতিনিধি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স