আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “শ্রমিক মজুর মুটে মাঝি” এর লিরিক্স দেওয়া হলো।
শ্রমিক মজুর মুটে মাঝি - ইসলামী সঙ্গীত লিরিক্স
শ্রমিক মজুর মুটে মাঝি
রিক্সাওয়ালা ভাই
বাঁচার কথা বলি শোন মন দিয়া সবাইরে।।
যার হুকুমে চন্দ্র ওঠে সূর্য অস্ত যায়
সারা দুনিয়া চলছে যার ইশারায়
যিনি সবার পালনেওয়ালা
মহান তিনি আল্লাহ তায়ালা
তারই দেয়া বিধান ছাড়া বাঁচার
উপায় নাইরে।।
শ্রমিকেরই গায়ের ঘাম
না শুকাতেই ভাই
দিতে হবে শ্রমেরই দাম
ইসলাম বলে তাই
ভাত কাপড়ে চিকিৎসা বিধান
শিক্ষা দীক্ষা বাসস্থান
সব সমস্যার সমাধান দেয় যে ইসলাম রে।।
রিক্সাওয়ালা ভাই
বাঁচার কথা বলি শোন মন দিয়া সবাইরে।।
যার হুকুমে চন্দ্র ওঠে সূর্য অস্ত যায়
সারা দুনিয়া চলছে যার ইশারায়
যিনি সবার পালনেওয়ালা
মহান তিনি আল্লাহ তায়ালা
তারই দেয়া বিধান ছাড়া বাঁচার
উপায় নাইরে।।
শ্রমিকেরই গায়ের ঘাম
না শুকাতেই ভাই
দিতে হবে শ্রমেরই দাম
ইসলাম বলে তাই
ভাত কাপড়ে চিকিৎসা বিধান
শিক্ষা দীক্ষা বাসস্থান
সব সমস্যার সমাধান দেয় যে ইসলাম রে।।
-আবুল কাশেম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “শ্রমিক মজুর মুটে মাঝি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স