আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আল্লাহ তালার রাস্তা ধর” এর লিরিক্স দেওয়া হলো।
আল্লাহ তালার রাস্তা ধর - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আল্লাহ তালার রাস্তা ধর” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স