আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মে দিবসের গান” এর লিরিক্স দেওয়া হলো।
মে দিবসের গান - ইসলামী সঙ্গীত লিরিক্স
আজ মে দিবসে এসো ভাই
এসো মুক্তির গান গেয়ে যাই
এসো বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষ যত
এসো শোষিতের পাশে দাঁড়াই।।
শ্রমিকের ঘামে ভেজা এই জনপদ
লাঞ্চনা বঞ্চনা হয় যেন রদ
মজলুম এক সাথে তোলরে আওয়াজ
সব মানুষের যেন অধিকার পাই।।
দুনিয়ার মজদুর হাত রাখো হাতে
অধিকার আদায়ে রই একসাথে
ঘামে ভেজা এই দেহ শুকানোর আগে
সব শ্রমিকের যেন অধিকার পাই।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এসো মুক্তির গান গেয়ে যাই
এসো বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষ যত
এসো শোষিতের পাশে দাঁড়াই।।
শ্রমিকের ঘামে ভেজা এই জনপদ
লাঞ্চনা বঞ্চনা হয় যেন রদ
মজলুম এক সাথে তোলরে আওয়াজ
সব মানুষের যেন অধিকার পাই।।
দুনিয়ার মজদুর হাত রাখো হাতে
অধিকার আদায়ে রই একসাথে
ঘামে ভেজা এই দেহ শুকানোর আগে
সব শ্রমিকের যেন অধিকার পাই।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “মে দিবসের গান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স