আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তুমি যাহা খাও তাই খেতে দিয়ো” এর লিরিক্স দেওয়া হলো।
তুমি যাহা খাও তাই খেতে দিয়ো - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি যাহা খাও তাই খেতে দিয়ো
ভৃত্যকে তব ভাই
আল্লাহর কাছে মনিব ভৃত্যে
কারো কোন ভেদ নাই।।
সন্তান সম করিয়া আদর
তার মতামতে দিয়ো যে কদর
অসুখ বিসুখে দয়ার দৃষ্টি
রাখিয়ো সর্বদাই।।
আজ যে বাদশা কাল সে ফকির
তারপরে সব শেষ
মনে রেখো সেই ভাগ্য নিয়ন্তা
দয়াময় পরমেশ।।
তোমার নিজের পছন্দ যাহা
পছন্দ করো তার তরে তাহা
ভৃত্যকে তব ভাই
আল্লাহর কাছে মনিব ভৃত্যে
কারো কোন ভেদ নাই।।
সন্তান সম করিয়া আদর
তার মতামতে দিয়ো যে কদর
অসুখ বিসুখে দয়ার দৃষ্টি
রাখিয়ো সর্বদাই।।
আজ যে বাদশা কাল সে ফকির
তারপরে সব শেষ
মনে রেখো সেই ভাগ্য নিয়ন্তা
দয়াময় পরমেশ।।
তোমার নিজের পছন্দ যাহা
পছন্দ করো তার তরে তাহা
প্রেমের আলোকে করিয়ো তাহার
অন্তর রোশনাই।।
- সাবির আহমেদ চৌধুরী-
অন্তর রোশনাই।।
- সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তুমি যাহা খাও তাই খেতে দিয়ো” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স