MrJazsohanisharma

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “রকেট তো নয় বিজলি যানে ছুটল কে” এর লিরিক্স দেওয়া হলো।

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে - লিরিক্স

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে - ইসলামী সঙ্গীত লিরিক্স

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে
সাত আকাশের পর্দাখানি টুটল কে ॥
মেঘলা রাতে লাগলকে সে,
খোদার সাথে মিলল এসে।
ইনাম রেদা রাজলা বোনে লুটলকে।
ঘটল একি তারার বুকে,
নাচল সকল সৃষ্টি সুখে।
কোন সে মহান সাত আকাশে উঠলকে ।
কুলের জোড়ায় কান্না সাথে
ছড়িয়ে দিল উদার হাতে
ফুলের সেরা ফুল হয়ে সে ফুটল কে।

কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ আলী আহাদ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

আশা করি আপনারা আপনাদের প্রিয় রকেট তো নয় বিজলি যানে ছুটল কে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন