আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আজকে আমার প্রান সাগরে” এর লিরিক্স দেওয়া হলো।
আজকে আমার প্রান সাগরে - ইসলামী সঙ্গীত লিরিক্স
আজকে আমার প্রান সাগরে
আল্লাহ নামের নূর
উথাল পাথাল ঢেউ তুলেছে
যেন পাহাড় তুর।।
আজকে আমার লাগছে ভীষন ভালো
নয়ন ভরে অশ্রু দিলো মনের সকল কালো
মরণ মাঝে জনম নেবার
একোন নিবিড় সুর।।
হারিয়ে যাবার ডাক শুনেছি উদাস বাউল মাঠে
ওরে বেহুঁশ ওরে বেভোল আয়রে তরা ঘাটে।
ওকোন ছবি আঁকা আকাশ নীলে
মন মানে না যায় উড়ে সে শাপলা শালুর ঝিলে
আপনাতে ভাই আপনি পাগল
আমার অচিন পুর।।
-মতিউর রহমান মল্লিক-
আল্লাহ নামের নূর
উথাল পাথাল ঢেউ তুলেছে
যেন পাহাড় তুর।।
আজকে আমার লাগছে ভীষন ভালো
নয়ন ভরে অশ্রু দিলো মনের সকল কালো
মরণ মাঝে জনম নেবার
একোন নিবিড় সুর।।
হারিয়ে যাবার ডাক শুনেছি উদাস বাউল মাঠে
ওরে বেহুঁশ ওরে বেভোল আয়রে তরা ঘাটে।
ওকোন ছবি আঁকা আকাশ নীলে
মন মানে না যায় উড়ে সে শাপলা শালুর ঝিলে
আপনাতে ভাই আপনি পাগল
আমার অচিন পুর।।
-মতিউর রহমান মল্লিক-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আজকে আমার প্রান সাগরে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স