বাধার প্রাচীর সব ভাংবোই - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বাধার প্রাচীর সব ভাংবোই” এর লিরিক্স দেওয়া হলো।

বাধার প্রাচীর সব ভাংবোই - লিরিক্স

বাধার প্রাচীর সব ভাংবোই - ইসলামী সঙ্গীত লিরিক্স

বাধার প্রাচীর সব ভাংবোই
মুক্তির সূর্যটা আনবোই
জেগেছি এবার মোরা লক্ষ তরুণ সেনা
নতুন এক পৃথিবী গড়বোই।।
প্রলয়ের বান দেখে আমরা তো টলিনি
করিনি তো কভুও চিৎকার
সত্যের পথ জানি তারও চেয়ে সুকঠিন
নির্মম বজ্রের হুংকার
প্রাচির আর প্রতিরোধ রুদ্রতাকে
ভয় নাই ঝঞ্জা ঘুর্ণিপাকে (আর) (২)
সৈনিক আমরাই লড়বোই।।
শত্রুর কষাঘাতে আমরা তো ভীত নই
নই নীচু রয় চির উঁচু শির
সত্যের পথ জানি উত্তাল ঝনঝা
সাগরের নেই নেই তীর
নিঃসীম আঁধারের পথ বেয়ে ঈমানের
নূর শিখা চেয়ে চেয়ে (আমরা)
বহু দূর মঞ্জিলে পৌঁছবোই।।

-এম শামসুজ্জামান-

আশা করি আপনারা আপনাদের প্রিয় বাধার প্রাচীর সব ভাংবোই লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন