আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বান্দা ভরসা কর কার” এর লিরিক্স দেওয়া হলো।
বান্দা ভরসা কর কার - ইসলামী সঙ্গীত লিরিক্স
বান্দা, ভরসা কর কার
আল্লাহ বিনে নাই রে মাবুদ
নাই রে মদদগার।।
এমন দাতা আল্লাহ আমার
দয়ার সীমা নাই রে তাঁহার
ইচ্ছামতো বান্দারে দেন
যখন যা দরকার।।
দুঃখ ব্যথা কইতে হ'লে
তাঁরই কাছে কবি,
সুখ দিলে সুখ, দুখ দিলে দুখ
হাসি মুখেই সবি।।
ভবে যা তোর চাওয়ার আছে
চাইবি খোদ মালিকের কাছে
যাঁহার হাতে দীন দুনিয়ার
সব মালের ভান্ডার।।
- আব্দুল লতিফ-
আল্লাহ বিনে নাই রে মাবুদ
নাই রে মদদগার।।
এমন দাতা আল্লাহ আমার
দয়ার সীমা নাই রে তাঁহার
ইচ্ছামতো বান্দারে দেন
যখন যা দরকার।।
দুঃখ ব্যথা কইতে হ'লে
তাঁরই কাছে কবি,
সুখ দিলে সুখ, দুখ দিলে দুখ
হাসি মুখেই সবি।।
ভবে যা তোর চাওয়ার আছে
চাইবি খোদ মালিকের কাছে
যাঁহার হাতে দীন দুনিয়ার
সব মালের ভান্ডার।।
- আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বান্দা ভরসা কর কার” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স