রোজা রাখা নয় রে সোজা - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “রোজা রাখা নয় রে সোজা” এর লিরিক্স দেওয়া হলো।

রোজা রাখা নয় রে সোজা - লিরিক্স

রোজা রাখা নয় রে সোজা - ইসলামী সঙ্গীত লিরিক্স

রোজা রাখা নয় রে সোজা
শোন রে ও ভাই শোন,
যেন তোর সাথে রয় উপোস করে
তোর দেহ ও মন।।
রয় মনে যার ভোগ- বাসনা
সংযত না হয় রসনা
আল্লাহ তাহার রোজা কবুল
করবেন না কখন।।
সংযমের সাধনা করা
রোজার আর এক নাম
আল্লাহ তালার কাছে রোজা
এই তো এত দাম।।
আপনাকে কর তেমনি খাঁটি
যেমন নরম কাদা মাটি
লোভ- লালসা হিংসা বিদ্বেষ
দিয়ে বিসর্জন।।

- আব্দুল লতিফ-

আশা করি আপনারা আপনাদের প্রিয় রোজা রাখা নয় রে সোজা লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন