আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “জীবন তরী বাইতে গিয়ে” এর লিরিক্স দেওয়া হলো।
জীবন তরী বাইতে গিয়ে - ইসলামী সঙ্গীত লিরিক্স
জীবন তরী বাইতে গিয়ে
যদি কোনদিন আমি করে ফেলি ভুল
ক্ষমা করে দিও সেই ভুল
সেই ভুল ধরে রেখোনা।
এতদিন আমি ছিলাম তীরে
ছিল না কোনো ভয় হৃদয় নীড়ে
আজ তরী বাইতে গিয়ে কেন কাঁপে আমার হিয়া
সেই কথা আমি,
আমি আজও জানি না।
আজ যে সুখ আছে কাল রবে না
পরশু দুঃখ এসে দেবে যন্ত্রনা
নদীর ঐ শান্ত জলে কোনদিন ঝড় উঠিলে
দুঃখের দিনে তুমি,
তুমি ভুলে যেওনা......
যদি কোনদিন আমি করে ফেলি ভুল
ক্ষমা করে দিও সেই ভুল
সেই ভুল ধরে রেখোনা।
এতদিন আমি ছিলাম তীরে
ছিল না কোনো ভয় হৃদয় নীড়ে
আজ তরী বাইতে গিয়ে কেন কাঁপে আমার হিয়া
সেই কথা আমি,
আমি আজও জানি না।
আজ যে সুখ আছে কাল রবে না
পরশু দুঃখ এসে দেবে যন্ত্রনা
নদীর ঐ শান্ত জলে কোনদিন ঝড় উঠিলে
দুঃখের দিনে তুমি,
তুমি ভুলে যেওনা......
আশা করি আপনারা আপনাদের প্রিয় “জীবন তরী বাইতে গিয়ে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স