যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়” এর লিরিক্স দেওয়া হলো।

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় - লিরিক্স

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় - ইসলামী সঙ্গীত লিরিক্স

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়।।
হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।
গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়।।
যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।

-তোফাজ্জল হোসাইন খান-

আশা করি আপনারা আপনাদের প্রিয় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন