আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “খুশবু কিসের জানো মা রক্ত কিসের” এর লিরিক্স দেওয়া হলো।
খুশবু কিসের জানো মা রক্ত কিসের - ইসলামী সঙ্গীত লিরিক্স
খুশবু কিসের জানো মা রক্ত কিসের,
এযে শহীদী দেহ তোমার তরে ।
তুমি মা কেঁদোনা মা-ও---------
আছে আরও লক্ষ সেনা তোমার কোলে ।
তুমি মা স্মরিও মোরে তাদের পরশে,
ওরা মা আনবে বিজয় আল- কোরআনের।
তুমি মা ভেবোনা মা-ও------------
চিরদিন কেউ রবে না দুনিয়াতে।
তুমি মা করিও দোয়া খোদার আরশে,
ওরা মা ভাঙবে শিকল অত্যাচারের।
কথা ও সুরঃ লিটন হাফিজ
এযে শহীদী দেহ তোমার তরে ।
তুমি মা কেঁদোনা মা-ও---------
আছে আরও লক্ষ সেনা তোমার কোলে ।
তুমি মা স্মরিও মোরে তাদের পরশে,
ওরা মা আনবে বিজয় আল- কোরআনের।
তুমি মা ভেবোনা মা-ও------------
চিরদিন কেউ রবে না দুনিয়াতে।
তুমি মা করিও দোয়া খোদার আরশে,
ওরা মা ভাঙবে শিকল অত্যাচারের।
কথা ও সুরঃ লিটন হাফিজ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “খুশবু কিসের জানো মা রক্ত কিসের” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স