আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বৈশাখ এসেছে আবার” এর লিরিক্স দেওয়া হলো।
বৈশাখ এসেছে আবার - ইসলামী সঙ্গীত লিরিক্স
বৈশাখ এসেছে আবার
নতুন পাতায় নতুন আশায়
রাঙাতে জীবন সবার
বৈশাখ এসেছে আবার।।
নীল আকাশ কালো করে বৈশাখ এলো
রুদ্র ঝড়ের টানে বৈশাখ এলো
নতুন ধানের ঘ্রানে খুশীর জোয়ার
ছড়াতে হৃদয়ে সবার
বৈশাখ এসেছে আবার।।
বটতলে মেলা বসে দারুন উৎসব
প্রভাতের সমীরণে পূতঃ বৈভব।।
আজ তবে ভুলে যাব সব ভেদাভেদ
পুরোনো দিনের ব্যথা দুঃখ ক্লেদ
নতুন দিনের হবে যাত্রা শুরু
হৃদয়ে স্বপ্ন অপার
বৈশাখ এসেছে আবার।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
নতুন পাতায় নতুন আশায়
রাঙাতে জীবন সবার
বৈশাখ এসেছে আবার।।
নীল আকাশ কালো করে বৈশাখ এলো
রুদ্র ঝড়ের টানে বৈশাখ এলো
নতুন ধানের ঘ্রানে খুশীর জোয়ার
ছড়াতে হৃদয়ে সবার
বৈশাখ এসেছে আবার।।
বটতলে মেলা বসে দারুন উৎসব
প্রভাতের সমীরণে পূতঃ বৈভব।।
আজ তবে ভুলে যাব সব ভেদাভেদ
পুরোনো দিনের ব্যথা দুঃখ ক্লেদ
নতুন দিনের হবে যাত্রা শুরু
হৃদয়ে স্বপ্ন অপার
বৈশাখ এসেছে আবার।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বৈশাখ এসেছে আবার” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স