আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আশেক রাসুল থাকি” এর লিরিক্স দেওয়া হলো।
আশেক রাসুল থাকি - ইসলামী সঙ্গীত লিরিক্স
আশেকে রাসুল থাকি
সবুজ বাংলায়
দরুদ ও সালাম পাঠাই
সোনার মদীনায়।।
যাঁর অছিলায় বিশ্ব জাহান
পয়দা করলেন প্রভু মহান
রওজাতে তাঁর
মনটা আমার
উড়াল দিয়ে যায়।।
পথ হারা সব মানুষেরে
পথ দেখালেন ধরে ধরে
কুল মাখলুকাত
তাই দিন রাত
তাঁর গুনগান গায়।।
সাম্য- মৈত্রী প্রীতির ডোরে
গাঁথলেন যিনি জগতটারে
বাংলাদেশের
এই আশেকের
হৃদয় তাঁরে চায়।।
- আমিনুল ইসলাম-
সবুজ বাংলায়
দরুদ ও সালাম পাঠাই
সোনার মদীনায়।।
যাঁর অছিলায় বিশ্ব জাহান
পয়দা করলেন প্রভু মহান
রওজাতে তাঁর
মনটা আমার
উড়াল দিয়ে যায়।।
পথ হারা সব মানুষেরে
পথ দেখালেন ধরে ধরে
কুল মাখলুকাত
তাই দিন রাত
তাঁর গুনগান গায়।।
সাম্য- মৈত্রী প্রীতির ডোরে
গাঁথলেন যিনি জগতটারে
বাংলাদেশের
এই আশেকের
হৃদয় তাঁরে চায়।।
- আমিনুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আশেক রাসুল থাকি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স