আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সাগর যদি কালি হয় আর” এর লিরিক্স দেওয়া হলো।
সাগর যদি কালি হয় আর - ইসলামী সঙ্গীত লিরিক্স
সাগর যদি কালি হয় আর
কলম হয় সব গাছপালা
তবু লেখা শেষ হবেনা
তোমার ছেফাত আল্লাতালা।।
নবী রাসুল আউলিয়ারা
ইসমে আজল পেলো যাঁরা
তোমার নূরের এশকে তাঁরা
সাজিয়ে গেলো প্রেমের ডালা।।
হৃদয় মনে হর হামেশা
আকিঁ নূরের ছবি
মহব্বতের নামের নেশায়
মন হতে চায় কবি।।
তোমার নূরে জ্বলে পাহাড়
দিব্য- দৃষ্টি খোলে মুছার
জাত ইলাহীর শহদ পিয়ে
করেন নবী- দীল উজালা।।
-সাবির আহমেদ চৌধুরী-
কলম হয় সব গাছপালা
তবু লেখা শেষ হবেনা
তোমার ছেফাত আল্লাতালা।।
নবী রাসুল আউলিয়ারা
ইসমে আজল পেলো যাঁরা
তোমার নূরের এশকে তাঁরা
সাজিয়ে গেলো প্রেমের ডালা।।
হৃদয় মনে হর হামেশা
আকিঁ নূরের ছবি
মহব্বতের নামের নেশায়
মন হতে চায় কবি।।
তোমার নূরে জ্বলে পাহাড়
দিব্য- দৃষ্টি খোলে মুছার
জাত ইলাহীর শহদ পিয়ে
করেন নবী- দীল উজালা।।
-সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সাগর যদি কালি হয় আর” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স