মিনারের সুর কি শোন না? - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মিনারের সুর কি শোন না?” এর লিরিক্স দেওয়া হলো।

মিনারের সুর কি শোন না? - লিরিক্স

মিনারের সুর কি শোন না? - ইসলামী সঙ্গীত লিরিক্স

মিনারের সুর কি শোন না?
সুপথের ডাক কি তুমি বোঝ না?
বাগানের ফুল কি তুমি দেখ না?
নাজাতের পথ কি তুমি খোঁজ না?
তুমি কি ভোরের আকাশ দেখ না?
তুমি কি দিনের প্রকাশ দেখ না?
তুমি কি রাত্রিনামা দেখ না?
তুমি কি সত্য মিথ্যা বোঝ না?
তুমি কি দেখতে চোখে পাও না?
তুমি কি বাতাস বুকে নাও না?
ভালোর বিজয় চাও কি তুমি?
তবে কেন হকের পথে জোছনা?

আশা করি আপনারা আপনাদের প্রিয় মিনারের সুর কি শোন না? লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন