আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তলা আল বাদরু আলাইনা” এর লিরিক্স দেওয়া হলো।
তলা আল বাদরু আলাইনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
তলা আল বাদরু আলাইনা
মিনছানিইয়া তিল বিদায়ী
অজাবাস শুক্রু আলাইনা
মাদাআ লিল্লাহিদা।।
রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ঐ
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।
পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।
মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।
-মতিউর রহমান মল্লিক-
মিনছানিইয়া তিল বিদায়ী
অজাবাস শুক্রু আলাইনা
মাদাআ লিল্লাহিদা।।
রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ঐ
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।
পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।
মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।
-মতিউর রহমান মল্লিক-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তলা আল বাদরু আলাইনা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স