মালিক তুমি জান্নাতে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মালিক তুমি জান্নাতে” এর লিরিক্স দেওয়া হলো।

মালিক তুমি জান্নাতে - লিরিক্স

মালিক তুমি জান্নাতে - ইসলামী সঙ্গীত লিরিক্স

মালিক তুমি জান্নাতে তোমার পাশে
একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশি করে নিও।
যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসেরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূন্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক-ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি দিও।
তুমি দিও হাউজে কাউছারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় রাসূলের, প্রিয় উম্মাত
উতরে যাবে এই মহাবিচার
পরম আনন্দে-জান্নাতে
সাজাবে নব সংসার
সে মহা আনন্দে-জান্নাতে
নবীর পাশে জায়গা দিও

আশা করি আপনারা আপনাদের প্রিয় মালিক তুমি জান্নাতে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন