আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “গল্প বলি শোন” এর লিরিক্স দেওয়া হলো।
গল্প বলি শোন - ইসলামী সঙ্গীত লিরিক্স
গল্প বলি শোন
প্রিয় নবীর
শ্রেষ্ঠ মানুষ যিনি
এই ধরণীর।।
ছোটদের দেখে তিনি
মিষ্টি হেসে
সালাম দিতেন আগে
ভালবেসে।।
চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুখীর।।
যাদের ছিলনা কোন
সহায় স্বজন
তাদের ছিলেন তিনি
বড়ই আপন
হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে সদায় অধীর।।
-নুসরাত নুর উন নাহার সাবিনা-
প্রিয় নবীর
শ্রেষ্ঠ মানুষ যিনি
এই ধরণীর।।
ছোটদের দেখে তিনি
মিষ্টি হেসে
সালাম দিতেন আগে
ভালবেসে।।
চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুখীর।।
যাদের ছিলনা কোন
সহায় স্বজন
তাদের ছিলেন তিনি
বড়ই আপন
হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে সদায় অধীর।।
-নুসরাত নুর উন নাহার সাবিনা-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “গল্প বলি শোন” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স