আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে” এর লিরিক্স দেওয়া হলো।
প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে - ইসলামী সঙ্গীত লিরিক্স
প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে?
মৌমাছির চাকে চাকে মধু যোগান কে?
তিনি মোদের পালনে ওয়ালা তাকে চিনে নে।
তাকে চিনে নে।
চমকে দেখা রংধনুটার রং তুলিতে কে?
আকাশ জুড়ে মেঘের ভেলা সাজিয়ে বেড়ান কে?
তিনি মোদের আল্লাহ তালা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়...
সবুজ সবুজ বনবনানী সাজিয়ে দিলেন কে?
অবাক করা পাহাড়গুলো কে বানালেন কে?
তিনি মোদের মালিক মাওলা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়....
মৌমাছির চাকে চাকে মধু যোগান কে?
তিনি মোদের পালনে ওয়ালা তাকে চিনে নে।
তাকে চিনে নে।
চমকে দেখা রংধনুটার রং তুলিতে কে?
আকাশ জুড়ে মেঘের ভেলা সাজিয়ে বেড়ান কে?
তিনি মোদের আল্লাহ তালা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়...
সবুজ সবুজ বনবনানী সাজিয়ে দিলেন কে?
অবাক করা পাহাড়গুলো কে বানালেন কে?
তিনি মোদের মালিক মাওলা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়....
আশা করি আপনারা আপনাদের প্রিয় “প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স