আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায়” এর লিরিক্স দেওয়া হলো।
আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায় - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায়
উম্মী হয়েও দুনিয়াকে
ইলেম সে শেখায়।।
মোর নবীজী খোদার বাণী
দুনিয়াকে শোনালেন আনি
সে বাণী থেকে অজ্ঞানেরা
জ্ঞানের আলো পায়।।
নবীজী মোর দেখায়েছেন
সহজ সরল পথ,
মোর নবীজী শিখায়েছেন
হাজার হিকমত।
আল্লাহ তা'আলার পুণ্য কুরআন
শিখালো সব জ্ঞান ও বিজ্ঞান
ধরার মানুষ যা পেয়েছে
নবীর ওসিলায়।।
-আব্দুল লতিফ-
উম্মী হয়েও দুনিয়াকে
ইলেম সে শেখায়।।
মোর নবীজী খোদার বাণী
দুনিয়াকে শোনালেন আনি
সে বাণী থেকে অজ্ঞানেরা
জ্ঞানের আলো পায়।।
নবীজী মোর দেখায়েছেন
সহজ সরল পথ,
মোর নবীজী শিখায়েছেন
হাজার হিকমত।
আল্লাহ তা'আলার পুণ্য কুরআন
শিখালো সব জ্ঞান ও বিজ্ঞান
ধরার মানুষ যা পেয়েছে
নবীর ওসিলায়।।
-আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায়” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স