আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তুমি আছো হৃদয়ের গভীরে” এর লিরিক্স দেওয়া হলো।
তুমি আছো হৃদয়ের গভীরে - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমার বলো কি করে।।
দেখি নাই তোমারে কোন দিন
তবু আছ স্মরনে অমলিন
প্রেমের ভূবনে
তোমারি বিরহ ব্যথায়
নিশিথের শেফালীরা ঝরে।।
তোমায় ভুলে যদি যাইগো কভু
সে হবে আমারি পরাজয়
আমার সকল আশার আলো
অবেলায় হারিয়ে যাবে হায়।।
তোমারে যতবার খুঁজেছি
কোরানের পথ তত বুঝেছি
নিজেকে চিনেছি
হে রাসুল নবীজি তোমার
পাঠানো ঠিকানা পড়ে।।
-তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন-
ভুলবো তোমার বলো কি করে।।
দেখি নাই তোমারে কোন দিন
তবু আছ স্মরনে অমলিন
প্রেমের ভূবনে
তোমারি বিরহ ব্যথায়
নিশিথের শেফালীরা ঝরে।।
তোমায় ভুলে যদি যাইগো কভু
সে হবে আমারি পরাজয়
আমার সকল আশার আলো
অবেলায় হারিয়ে যাবে হায়।।
তোমারে যতবার খুঁজেছি
কোরানের পথ তত বুঝেছি
নিজেকে চিনেছি
হে রাসুল নবীজি তোমার
পাঠানো ঠিকানা পড়ে।।
-তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তুমি আছো হৃদয়ের গভীরে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স