আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ঘুমিয়ে আছ এই মাটিতে” এর লিরিক্স দেওয়া হলো।
ঘুমিয়ে আছ এই মাটিতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
ঘুমিয়ে আছ এই মাটিতে
ও দুনিয়ার পরশ পাথর
তোমার জন্য ব্যর্থ এ প্রান
হয় যে আমার কেবল কাতর।।
নাম শুনেছি রাসুল তোমার শ্রেষ্ঠ তুমি সব মানুষের
তোমার ছোঁয়ায় ফুটলো কুসুম
ভাংলোরে ঘুম এ জগতের
মর্ত্যে তুমি আশার দোলক
প্রতীক সকল আলোর।।
শত শত বছর পরে এলাম দুনিয়ায়
স্বার্থ লোভে পাপে সত্যের আলো নিভে যায়
আছে জেহেল আছে লাহাব রুখবে তাদের সাধ্য যে কার
সংসারে ওই মাতাল ঝড়ে
কেমনে তরী নেবরে পার
তাইতো তোমার দোয়া চাহি
চোখে আমার দাওগো জ্যোতি
প্রান থেকে দাও মুছে প্রিয়
গ্লানি যত কালোর।।
-চৌধুরী গোলাম মাওলা-
ও দুনিয়ার পরশ পাথর
তোমার জন্য ব্যর্থ এ প্রান
হয় যে আমার কেবল কাতর।।
নাম শুনেছি রাসুল তোমার শ্রেষ্ঠ তুমি সব মানুষের
তোমার ছোঁয়ায় ফুটলো কুসুম
ভাংলোরে ঘুম এ জগতের
মর্ত্যে তুমি আশার দোলক
প্রতীক সকল আলোর।।
শত শত বছর পরে এলাম দুনিয়ায়
স্বার্থ লোভে পাপে সত্যের আলো নিভে যায়
আছে জেহেল আছে লাহাব রুখবে তাদের সাধ্য যে কার
সংসারে ওই মাতাল ঝড়ে
কেমনে তরী নেবরে পার
তাইতো তোমার দোয়া চাহি
চোখে আমার দাওগো জ্যোতি
প্রান থেকে দাও মুছে প্রিয়
গ্লানি যত কালোর।।
-চৌধুরী গোলাম মাওলা-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ঘুমিয়ে আছ এই মাটিতে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স