আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি” এর লিরিক্স দেওয়া হলো।
তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি জাগরণে থেকো
শয়নে স্বপন জুড়ে তুমি,
আমার হৃদয় আকাশে তুমি রবি শশি
তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি ।
তুমি চোখের নীলে থেকো মিশে
আজীবন চোখের জলে ভেসে ।
প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে।
আমার ধমণী জুড়ে থেকো মুহাম্মাদ
চোখের তারা হয়ে তুমি ।
তুমি থেকো তাসবি হয়ে মুখে
আজীবন আমার সুখে-দুঃখে ।
পাপিয়া হয়ে থেকো মন কাননে।
আমার দমে দমে থেকো আহাম্মাদ
কণ্ঠেতে গান হয়ে তুমি।
কথা ও সুরঃ লিটন হাফিজ
শয়নে স্বপন জুড়ে তুমি,
আমার হৃদয় আকাশে তুমি রবি শশি
তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি ।
তুমি চোখের নীলে থেকো মিশে
আজীবন চোখের জলে ভেসে ।
প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে।
আমার ধমণী জুড়ে থেকো মুহাম্মাদ
চোখের তারা হয়ে তুমি ।
তুমি থেকো তাসবি হয়ে মুখে
আজীবন আমার সুখে-দুঃখে ।
পাপিয়া হয়ে থেকো মন কাননে।
আমার দমে দমে থেকো আহাম্মাদ
কণ্ঠেতে গান হয়ে তুমি।
কথা ও সুরঃ লিটন হাফিজ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স