আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বৃষ্টির গান” এর লিরিক্স দেওয়া হলো।
বৃষ্টির গান - ইসলামী সঙ্গীত লিরিক্স
আহা বৃষ্টি কি যে বৃষ্টি
এই মন ছুঁয়ে ছুঁয়ে যায়
রিমঝিম নুপূরের ছন্দ তালে
ভেজা ভেজা ঘন বরষায় ।।
আম জাম কাঁঠালের বনে
কোলা ব্যাঙ ডাকে ক্ষনে ক্ষনে
ফোটা ফোটা বৃষ্টি ঝরে অবিরাম
ভেজা ভেজা ঘন বরষায় ।।
আকাশে ঘন কালো মেঘের ছড়াছড়ি
মনে হয় যেন কোন মেঘ রূপসী
এল কেশ দিয়েছে ছাড়ি
ঐ দূর বিজনের বনে
নাচে মন কদমের ঘ্রাণে
থোকা থোকা কেয়া রঙণ
ফোটে ভেজা ঘন বরষায় ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এই মন ছুঁয়ে ছুঁয়ে যায়
রিমঝিম নুপূরের ছন্দ তালে
ভেজা ভেজা ঘন বরষায় ।।
আম জাম কাঁঠালের বনে
কোলা ব্যাঙ ডাকে ক্ষনে ক্ষনে
ফোটা ফোটা বৃষ্টি ঝরে অবিরাম
ভেজা ভেজা ঘন বরষায় ।।
আকাশে ঘন কালো মেঘের ছড়াছড়ি
মনে হয় যেন কোন মেঘ রূপসী
এল কেশ দিয়েছে ছাড়ি
ঐ দূর বিজনের বনে
নাচে মন কদমের ঘ্রাণে
থোকা থোকা কেয়া রঙণ
ফোটে ভেজা ঘন বরষায় ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বৃষ্টির গান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স