আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “কল্প লোকের গল্প কথা” এর লিরিক্স দেওয়া হলো।
কল্প লোকের গল্প কথা - ইসলামী সঙ্গীত লিরিক্স
কল্প লোকের গল্প কথা
তোমরা সবাই অনেক শুনেছো
আজ শোনাবো যে কাহিনী
হয়তো বা কেউ বইতে পড়েছো।।
একটি ছেলে জন্মেছিলো
একদা দূর মরুর দেশে
পিতার দেখা পায়নি সে ভাই
এই দুনিয়ার বুকে এসে
মাকে ছেড়ে দাইয়ের কাছে
বড় হলো সেই সে ছেলে
দাদুও তাঁর বিদায় নিলো
চিরতরে তাঁকে ফেলে
সে ছেলে কে বলো দেখি
তোমরা কি কেউ একটু ভেবেছো।।
এমনি ছিল স্বভাব যে তাঁর
বলতো না সে মিথ্যে কথা
পরের দুখে কাঁদতো নিজে
দিতোনা সে কাউকে ব্যথা।।
বড় হয়ে সেই ছেলেটি
পথ হারাদের পথ দেখালো
এই দুনিয়ার মানুষকে ভাই
প্রেমের বাণী সেই শুনালো
মোহাম্মদ সে খোদার রাসুল
তোমরা এবার সবাই বুঝেছো।।
-সাবির আহমেদ চৌধুরী-
তোমরা সবাই অনেক শুনেছো
আজ শোনাবো যে কাহিনী
হয়তো বা কেউ বইতে পড়েছো।।
একটি ছেলে জন্মেছিলো
একদা দূর মরুর দেশে
পিতার দেখা পায়নি সে ভাই
এই দুনিয়ার বুকে এসে
মাকে ছেড়ে দাইয়ের কাছে
বড় হলো সেই সে ছেলে
দাদুও তাঁর বিদায় নিলো
চিরতরে তাঁকে ফেলে
সে ছেলে কে বলো দেখি
তোমরা কি কেউ একটু ভেবেছো।।
এমনি ছিল স্বভাব যে তাঁর
বলতো না সে মিথ্যে কথা
পরের দুখে কাঁদতো নিজে
দিতোনা সে কাউকে ব্যথা।।
বড় হয়ে সেই ছেলেটি
পথ হারাদের পথ দেখালো
এই দুনিয়ার মানুষকে ভাই
প্রেমের বাণী সেই শুনালো
মোহাম্মদ সে খোদার রাসুল
তোমরা এবার সবাই বুঝেছো।।
-সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “কল্প লোকের গল্প কথা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স