তোমার মত নাই দরদী নাইরে দয়াবান - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তোমার মত নাই দরদী নাইরে দয়াবান” এর লিরিক্স দেওয়া হলো।

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান - লিরিক্স

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান - ইসলামী সঙ্গীত লিরিক্স

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান
খোদা তুমি মেহেরবান ॥ মোদের যখন যা প্রয়োজন তাই কর দান
তুমি বড়ই মেহেরবান।
ক্ষুধা পিপাসায় অন্ন পানি,
সবিই তো তুমি যে দাও গো আনি।
মাঠে মাঠে সোনার ফসল
বৃক্ষ ফলবান তুমি বড়ই মেহেরবান।
দিনের বেলায় সুর্য দিয়ে ঘুচাও রাতের কালো
রাতের আঁধার দুর কর যে জ্বেলে চাঁদের আলো।
বুক ভরিয়া নেই যে নিঃশ্বাস
তুমি দাও সেই মধুর বাতাস।
তোমার দয়া সকল খানে
রয় যে অফুরান তুমি বড়ই মেহেরবান।

কথাঃ আব্দুল লতিফ
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

আশা করি আপনারা আপনাদের প্রিয় তোমার মত নাই দরদী নাইরে দয়াবান লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন