আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা” এর লিরিক্স দেওয়া হলো।
সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা - ইসলামী সঙ্গীত লিরিক্স
সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।
আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।
ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।
এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর:মতিউর রহমান খালেদ
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।
আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।
ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।
এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর:মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স