আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “যে জন সদা ডুবে থাকে” এর লিরিক্স দেওয়া হলো।
যে জন সদা ডুবে থাকে - ইসলামী সঙ্গীত লিরিক্স
যে জন সদা ডুবে থাকে
আল্লাহ নামের গানে
শান্তি সুখের জোয়ার তাহার
যায় যে বয়ে প্রানে।।
থাক না তাহার দুঃখ শত
সেই ভারে সে হয় না নত
আল্লাহ যে তার দুখের বোঝা
হালকা করে আনে।।
সে তো আরিফ আল্লাহকে যে
সদাই করে ধ্যান,
সেই তো আবিদ আপনাকে যে
করে তুচ্চ জ্ঞান।।
আল্লাহ নামে যেই দিওয়ানা
আল্লাহ নামে হয় যে ফানা
আল্লাহ তাহার সয় যে সহায়
বিষম ঝড় তুফানে।।
- আব্দুল লতিফ-
আল্লাহ নামের গানে
শান্তি সুখের জোয়ার তাহার
যায় যে বয়ে প্রানে।।
থাক না তাহার দুঃখ শত
সেই ভারে সে হয় না নত
আল্লাহ যে তার দুখের বোঝা
হালকা করে আনে।।
সে তো আরিফ আল্লাহকে যে
সদাই করে ধ্যান,
সেই তো আবিদ আপনাকে যে
করে তুচ্চ জ্ঞান।।
আল্লাহ নামে যেই দিওয়ানা
আল্লাহ নামে হয় যে ফানা
আল্লাহ তাহার সয় যে সহায়
বিষম ঝড় তুফানে।।
- আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “যে জন সদা ডুবে থাকে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স