আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “লাল সবুজের এই পতাকা” এর লিরিক্স দেওয়া হলো।
লাল সবুজের এই পতাকা - ইসলামী সঙ্গীত লিরিক্স
লাল সবুজের এই পতাকা
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার।
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার।।
সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝর্ণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহবান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার।।
নীলাম্বরী ঐ নীল আকাশে
গাংচীল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদুরে হারা
সবুজ আচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলব্যামঃ মনিহার/ সাইমুম শিল্পী গোষ্ঠী
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার।
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার।।
সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝর্ণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহবান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার।।
নীলাম্বরী ঐ নীল আকাশে
গাংচীল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদুরে হারা
সবুজ আচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলব্যামঃ মনিহার/ সাইমুম শিল্পী গোষ্ঠী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “লাল সবুজের এই পতাকা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স