আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর” এর লিরিক্স দেওয়া হলো।
আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
প্রতিবেশীর খবর নেয়া সুন্নাতে রাসুল
নবীর মত আমরা তো কেউ চলিনা এক চুল।
প্রতিবেশী ভাই সে তোমার নয় সে তোমার পর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
রসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন।
সকল সময় আপন করে খবর নিয়েছেন।
দিওনা কখনও ব্যথা প্রতিবেশির বুকে
তোমার ঘরের ধোঁয়াও যেন তার ঘরে না ঢুকে
নবীর যারা প্রিয় তারা রাখে সে সবর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
প্রতিবেশীর খবর নেয়া সুন্নাতে রাসুল
নবীর মত আমরা তো কেউ চলিনা এক চুল।
প্রতিবেশী ভাই সে তোমার নয় সে তোমার পর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
রসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন।
সকল সময় আপন করে খবর নিয়েছেন।
দিওনা কখনও ব্যথা প্রতিবেশির বুকে
তোমার ঘরের ধোঁয়াও যেন তার ঘরে না ঢুকে
নবীর যারা প্রিয় তারা রাখে সে সবর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স