কুল - জাহানের পালনেওয়ালা - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “কুল - জাহানের পালনেওয়ালা” এর লিরিক্স দেওয়া হলো।

কুল - জাহানের পালনেওয়ালা - লিরিক্স

কুল - জাহানের পালনেওয়ালা - ইসলামী সঙ্গীত লিরিক্স

কুল- জাহানের পালনেওয়ালা রাব্বুল আলামীন
খালেক তুমি, মালেক তুমি রহমান ও রাহীম।
অসীম তুমি হে নিরাকার
নাইক কোন শরীক তোমার
বিচারপতি তুমি মাওলা
রোজ হাশরের দিন।।
পয়দা তোমার তামাম জাহান
তোমার সৃষ্টি জ্বীন ও ইনসান
তোমারই গড়া সাগর পাহাড়
আসমান ও জমিন।।
অজড়, অমর চির অব্যয়
চির অটল, অচল চিন্ময়
মহান দাতা, বিধান- দাতা
আদি অন্তহীন।।
কর তুমি যখন যা চাও
যাকে যা খুশী তাকে তা' দাও
সকল তোমার হাতের মুঠায়
শক্তি সীমাহীন।।

-মুহাম্মদ রুহুল আমীন খান-

আশা করি আপনারা আপনাদের প্রিয় কুল - জাহানের পালনেওয়ালা লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন