FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?- রসায়ন [Update]

FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?

FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?

FeCl₃ লবণ শক্তিশালী এসিড HCl ও দুর্বল ক্ষারক Fe(OH)₃ এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। 

FeCl₃ লবণটি পানিতে দ্রবীভূত করলে Fe³+ ও Cl- আয়ন উৎপন্ন করে। Cl- আয়ন পানির প্রোটনের (H+) সঙ্গে যুক্ত হয়ে তীব্র এসিড হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠন করে। হাইড্রোজেন ক্লোরাইড তীব্র এসিড হওয়ায় পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়।

FeCl₃ (aq) -------> Fe³+  3Cl -

Cl- + H₂O -------> HCl + OH-

HCl (aq) ------> H+  + Cl-


যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় সেহেতু দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকে। 

এজন্য FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে FeCl₃ এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন