Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?- রসায়ন [Update]

Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?

Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?

সোডিয়াম অতি সক্রিয় ক্ষার ধাতু। এর সর্ববহিঃস্থ শক্তিস্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর থেকে একটি ইলেকট্রন বেশি থাকে। 

এজন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা অর্জন করে। সোডিয়াম ধাতু পানির সংস্পর্শে NaOH  ক্ষার ও H₂ গ্যাস উৎপন্ন করে।


2Na + 2H₂O --------> 2NaOH + H₂ + তাপ


এই বিক্রিয়াটি তাপোৎপাদী । বিক্রিয়ায় উৎপন্ন তাপ হাইড্রোজেন এর সাথে জ্বলে ওঠে এবং বিস্ফোরণ ঘটতে পারে। যা বিপদজনক হতে পারে। 

এইজন্য সোডিয়াম ধাতুর সাথে পানি যোগ করা যায় না।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন