সাবানায়ন প্রক্রিয়ায় NaCl যোগ করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সাবানায়ন প্রক্রিয়ায় NaCl যোগ করা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সাবানায়ন প্রক্রিয়ায় NaCl যোগ করা হয় কেন?
তেল বা চর্বির সাথে কস্টিক সোডা (NaOH) সহযোগে আর্দ্র বিশ্লেষণ করে সাবান তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
CH₂OCOC₁₇H₃₅
l
CHOCOC₁₇H₃₅ +3NaOH ---> C₁₇H₃₅COONa
l
CH₂OCOC₁₇H₃₅
সাবানায়ন এ খাদ্য লবণ (NaCl) যোগ করা হয়।
কারণ, খাদ্য লবণ যোগ করলে সাবানের (C₁₇H₃₅COONa), Na+ আয়ন ও খাদ্য লবণের
Na+ আয়নের মধ্যে সম আয়ন সৃষ্টি হওয়ায় সাবানের দ্রাব্যতা হ্রাস পায় এবং অধিক পরিমাণে সাবান উৎপন্ন হবে।
অর্থাৎ খাদ্য লবণ যোগ করার কারণ হল সাবানের উৎপাদন বৃদ্ধি করা।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সাবানায়ন প্রক্রিয়ায় NaCl যোগ করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”