সোডিয়াম কার্বনেট(Na₂CO₃)এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সোডিয়াম কার্বনেট(Na₂CO₃)এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সোডিয়াম কার্বনেট(Na₂CO₃)এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?
সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) লবণটি সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ও কার্বনিক অ্যাসিডের (H₂CO₃) বিক্রিয়ায় উৎপন্ন হয়।
NaOH + H₂CO₃ -------> Na₂CO₃ +H₂O
আবার, সোডিয়াম কার্বনেট লবণ পানিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে।
Na₂CO₃ +H₂O -------> NaOH + H₂CO₃
সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার হওয়ায় পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে।
NaOH(aq) -------> Na+(aq) + OH-(aq)
অপরদিকে, কার্বনিক এসিড দুর্বল হওয়ায় পানিতে সম্পূর্ণ আয়নিত হতে পারে না।
H₂CO₃(aq) --------> H+(aq) + HCO₃-(aq)
যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ আয়নিত হয়, সেহেতু পানিতে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি থাকে।
সেজন্য সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সোডিয়াম কার্বনেট(Na₂CO₃)এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”