টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন?- রসায়ন [Update]

টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন?

টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন?

টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করা হয়।

কারণ সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl)পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড (HOCl) তৈরি করে। যা পরে ভেঙ্গে জায়মান অক্সিজেন [O]  উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন টয়লেটের জীবাণুকে ধ্বংস করে।

NaOCl + H₂O   -----> NaOH + HOCl

HOCl     -------->  [ O ] +  HCl

জীবাণু + [ O ] ------> মৃত জীবাণু

এইজন্য টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করা হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) যোগ করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন