NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?- রসায়ন [Update]


NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?- রসায়ন

NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?

NH₄Cl লবণ, দুর্বল ক্ষারক NH₄OH এবং সবল অম্ল HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। 

NH₄Clএর জলীয় দ্রবণ অম্লীয়। কারণ, যেসব লবণ দুর্বল ক্ষারক ও শক্তিশালী অম্ল থেকে উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। 

যেহেতু NH₄Cl লবণ, NH₄OH এবং HCl এর সমন্বয় গঠিত। 

সেহেতু এটি পানিতে বিয়োজিত হয়ে NH₄+ ও Cl-  আয়ন উৎপন্ন করে। পরবর্তীতে NH₄+ আয়নের আর্দ্র বিশ্লেষণে H+ উৎপন্ন হয়। 

যার কারনে দ্রবণটি অম্লীয় হয়।

NH₄Cl (s) + aq ------->NH₄+(aq) + Cl- (aq)

NH₄+ (aq) <---------> NH₃ (aq) + H+ (aq)

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে NH₄Cl এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন