গাঢ় সালফিউরিক এসিডে সরাসরি পানি যোগ করা যায় না কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “গাঢ় সালফিউরিক এসিডে সরাসরি পানি যোগ করা যায় না কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
গাঢ় সালফিউরিক এসিডে সরাসরি পানি যোগ করা যায় না কেন?
সালফিউরিক এসিড হচ্ছে অজৈব এসিড। দুটি হাইড্রোজেন পরমাণু , একটি সালফার পরমাণু, এবং চারটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। এর আণবিক ভর 98 গ্রাম।
গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরুদক হিসাবে কাজ করে।
গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে এবং এটি তাপউৎপাদী প্রক্রিয়া। গাঢ় সালফিউরিক এসিডের মধ্যে পানি দিলে সাথে সাথে সালফিউরিক অ্যাসিড অণুসমূহে পানিযোজন বা হাইড্রেশন ঘটে। তখন প্রচুর তাপ উৎপন্ন হয়। এতে টেস্টটিউব গরম হয়ে যায় এবং টেস্টটিউবটি হাত থেকে পড়ে ভেঙ্গে যেতে পারে।
যার ফলে গাঢ় সালফিউরিক অ্যাসিড চারিদিকে ছিটকে গায়ে পড়তে পারে।
H₂SO₄+n H₂O ------>H₂SO₄.n H₂O+ তাপ
তাই গাঢ় সালফিউরিক এসিডের লঘু দ্রবণ তৈরি করার সময় পানিতে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক এসিড যোগ করতে হয় এবং দ্রবণকে গ্লাস রড দিয়ে ধীরে ধীরে আলোড়িত করতে হয় । তখন উৎপন্ন তাপ অধিক পানিতে শোষিত হয়ে থাকে। এতে ক্ষতির সম্ভাবনা থাকে না।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে গাঢ় সালফিউরিক এসিডে সরাসরি পানি যোগ করা যায় না কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”