যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়- রসায়ন [Update]

যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়

যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়

যৌগমূলকঃ  একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে।

যেমনঃ সালফেট (SO₄² - ) যৌগমূলক। কারণ এখানে সালফার ও অক্সিজেন এই দুটি মৌলের পাঁচটি পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করে যার নির্দিষ্ট আধান -2 আছে।

যৌগমূলকের যে চার্জ বা আধান থাকে সেই চার্জ বা আধান থেকে ধনাত্মক  বা ঋণাত্মক চিহ্ন বাদ দিলে যে সংখ্যাটি থাকে তাই ঐ যৌগমূলকের যোজনী নির্দেশ করে।

 যেমনঃ কার্বনেট (CO₃² -) যৌগমূলকের আধান বা চার্জ -2. এখান থেকে ঋণাত্মক (-) চিহ্ন টি বাদ দিলে দুই (2) থাকে। এই দুই হচ্ছে কার্বনেট যৌগমূলকের যোজনী।

নিচে কিছু যৌগমূলকের নাম, সংকেত, যোজনী, জারণ সংখ্যা যথাক্রমে দেওয়া হল ঃ

 হাইড্রোক্সিল,   OH-,      1,      -1.

 নাইট্রেট.         NO₃ -     1,     -1.

 নাইট্রাইট        NO₂ -      1,     -1.

 বাই সালফেট  HSO₄ -     1,     -1.

 বাই কার্বনেট   HCO₃ -     1,     -1.

 সালফেট      SO₄² -         2,       -2

 সালফাইট     SO₃ ² -       2,      -2.

 কার্বনেট       CO₃ ² -       2,       -2.

 বাই ফসফেট   HPO₄² -   2,      -2

 ফসফেট         PO₄ ³ -    3,       -3.    অ্যামোনিয়াম    NH₄+    1,      +1  ফসফোনিয়াম.  PH₄+     1,      +1.


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন