ভস্মীকরণ ও তাপজারণ কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ভস্মীকরণ ও তাপজারণ কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ভস্মীকরণ ও তাপজারণ কি?
ভস্মীকরণঃ যে প্রক্রিয়ায় কোন আকরিকে বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করে ধাতুর অক্সাইডে পরিণত করা হয় তাকে ভস্মীকরণ বলে।
সাধারণত কার্বনেট যুক্ত ও আর্দ্র আকরিককে ভস্মীকরণ করা হয়। ভস্মীকরণ করলে আকরিক থেকে কার্বনেট এবং জলীয় বাষ্প দূর হয় এবং ধাতুর অক্সাইড পরিণত হয়।
তাপজারণঃ যে প্রক্রিয়ায় বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আকরিকে উত্তপ্ত করে ধাতুর অক্সাইডে পরিণত করাকে তাপজারণ বলে।
সাধারণত যেসব আকরিকে কার্বনেট বা পানি থাকে না তাদেরকে তাপজারণ করা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ভস্মীকরণ ও তাপজারণ কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”