আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি?- রসায়ন [Update]

আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি?

আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি?

আইসোইলেকট্রনিকঃ  যে সকল পরমাণু, অনু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে পরস্পরের আইসোইলেকট্রনিক বলে।


যেমন - F₂ অণুতে মোট ইলেকট্রন সংখ্যা = (9+9) =18, 

ইথেন (C₂H₆) অণুতে মোট ইলেকট্রন সংখ্যা =(6x2 + 1x 6) = 18, 

আর্গন (Ar) এর মোট ইলেকট্রন সংখ্যা =18, 

আবার ফসফোনিয়াম (PH₄+) এর মোট ইলেকট্রন সংখ্যা =( 15 + 1x3 )  = 18. 

এদের সবার ইলেকট্রন সংখ্যা সমান হওয়ায় এরা পরস্পরের আইসোইলেকট্রনিক।


আইসোস্টারঃ  যেসকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু ও সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে।


যেমন - Cl₂ অণুতে পরমানুর সংখ্যা  1 + 1 = 2 এবং মোট ইলেকট্রন সংখ্যা = ( 17x 2) = 34. 

আবার, FeO অণুতে পরমানুর সংখ্যা  1 + 1 = 2 এবং মোট ইলেকট্রন সংখ্যা = ( 26 + 8 ) = 34.  

Cl₂ ও FeO পরস্পরের আইসোস্টার।


আইসোডায়াফারঃ  যে সকল মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে।


যেমন - Na প্রোটন সংখ্যা  11, এবং নিউট্রন সংখ্যা  12. প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য      

= ( নিউট্রন সংখ্যা - প্রোটন সংখ্যা) 

= (12 - 11)

= 1.

আবার, Al এর প্রোটন সংখ্যা  13, এবং নিউট্রন সংখ্যা  14. প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য      

= ( নিউট্রন সংখ্যা - প্রোটন সংখ্যা) 

= (14 - 13)

= 1.

কাজেই, Na ও Al পরস্পরের আইসোডায়াফার।


নিউক্লিয়ার আইসোমারঃ যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন তাদেরকে পরস্পরের নিউক্লিয়ার আইসোমার বলা হয়।

যেমন - দুটি তেজস্ক্রিয় Zn  যার একটি  Zn এর পারমাণবিক সংখ্যা 30 এবং ভর সংখ্য 69. 

এর অর্ধ - জীবন 13.8 ঘন্টা। 

আবার আরেকটি Zn যার পারমাণবিক সংখ্যা 30 এবং ভর সংখ্যা 69.  অর্ধ - জীবন  57 মিনিট। এরা পরস্পরের নিউক্লিয়ার আইসোমার। এদের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা একই হয়। কিন্তু তেজস্ক্রিয়তা ভিন্ন হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আইসোইলেকট্রনিক, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন