উভয়ধর্মী অক্সাইড কাকে বলে?- রসায়ন [Update]

উভয়ধর্মী অক্সাইড কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

উভয়ধর্মী অক্সাইড কাকে বলে?

উভয়ধর্মী অক্সাইড কাকে বলে?

উভয়ধর্মী অক্সাইডঃ  যেসব ধাতুর অক্সাইড এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলে।

যেমনঃ বেরিলিয়াম অক্সাইড (BeO), অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃), জিংক অক্সাইড (ZnO), লেড অক্সাইড (PbO₂),স্টেনিক অক্সাইড

(SnO₂) এরা উভয় ধর্মী অক্সাইড। কারণ এরা এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।

 Al₂O₃ + 6HCl -------> 2AlCl₃ + 3H₂O

Al₂O₃ + 2NaOH -------> 2NaAlO₂ + H₂O

BeO + 2HCl --------> BeCl₂ + H₂O

BeO + 2NaOH --------> Na₂BeO₂ + H₂O

ZnO + 2HCl --------> ZnCl₂ + H₂O

ZnO + 2NaOH -------> Na₂ZnO₂ + H₂O

PbO₂ + 4HCl --------> PbCl₄ + 2H₂O

PbO₂ + 2NaOH -------> Na₂PbO₃ + H₂O

SnO₂ + 4HCl --------> SnCl₄ + 2H₂O

SnO₂ + NaOH ------> Na₂SnO₃ + H₂O

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন